শর্তাবলী
1️⃣ আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস ( নাম, নাম্বার এবং পাসওয়ার্ড) একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। এগুলো অন্য কারো সাথে শেয়ার করা অনুমোদিত নয়। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস অন্য কারো সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোন সময় টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর এই অ্যাকাউন্ট থেকে কোর্স ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে পারবেন না।
2️⃣ একটি অ্যাকাউন্ট দিয়ে একই সময়ে একাধিক ডিভাইসে BD Nursing Academy -এর কোর্সের ভিডিও দেখতে এবং এক্সাম দিতে পারবেন না ⚠
3️⃣ আমি আরেকজনের জন্য কিনেছি” বা “আমি আরেকজনের নাম্বার ব্যবহার করে কিনেছি” এই ধরনের কথা বলা থেকে কাইন্ডলি বিরত থাকবেন। একটি অ্যাকাউন্ট শুধুমাত্র একজনের ব্যবহারের জন্য – এবং অ্যাকাউন্টের কোর্সগুলোর টেকনিক্যাল সাপোর্টও শুধুমাত্র একজনই পাবেন। আপনি যদি অন্য কারো জন্য কিনতে চান, আগেই আমাদের সাপোর্টে কথা বলে নেবেন অথবা যার জন্য কিনছেন তার ডিটেইলস ব্যবহার করে কিনবেন।
4️⃣ প্রত্যেকটা কোর্স সিংগেল ইউজার একাউন্টের জন্য, অর্থাৎ যিনি কিনেছেন শুধুমাত্র তার ব্যবহারের জন্য। একই বাসায় অবস্থানরত “আমার ভাই/বোন/বন্ধু/ আত্মীয়স্বজন কেউ ব্যবহার করতে পারবে না? এধরণের প্রশ্ন করা থেকে অনুগ্রহ করে বিরত থাকবেন।
5️⃣ কোনভাবেই একাউন্ট রিসেল গ্রহনযোগ্য নয়। একাউন্ট রিসেল/বিক্রী করা হয়েছে বা বিক্রী করতে চাচ্ছেন এধরনের কোনকিছু ডিটেক্ট হওয়া মাত্রই আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্যানড হয়ে যাবে।
6️⃣ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত যে কোন কোর্স ম্যাটেরিয়ালস যেকোনভাবে কপি অ্যান্ড ডিস্ট্রিবিউশন সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আশাকরি আপনি এরকম কোন কাজ করবেন না যেটা সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করতে পারে। এই কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করতে ইন্সট্রাক্টরদের মেধা এবং সময় দিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, এটাও আপনার স্বাভাবিক বিবেচনাবোধ থেকে বিবেচনা করবেন।
7️⃣ অনুগ্রহ করে কোর্সের প্রাইভেট ফোরাম, গ্রুপ চ্যাট, ফেসবুক পেজ বা গ্রুপে যেকোন ধরনের ব্যাক্তিগত আক্রমন, BD Nursing Academy প্লাটফর্মের নামে মিথ্যা বদনাম ছড়ানো এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকবেন। এরকম যেকোন কাজের ফলশ্রুতিতে আপনার কোর্সের অ্যাক্সেস বাতিল করা হতে পারে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার BD Nursing Academy ওয়েবসাইট -এর অ্যাকাউন্ট পার্মানেন্ট ভাবে ব্লক করা হবে।
8️⃣ কোর্সে এনরোল করার পূর্বে কোর্সের Promo Video এবং কোর্সের মধ্যে কি কি শিখানো হবে তা দেখে নিবেন।
9️⃣ কোন কোর্স কেনার পর সেই কোর্স পরিবর্তন করে অন্য কোর্স চেঞ্জ করে দেয়ার রিকুয়েস্ট করা যাবে না।
🔟 কোর্স কিনে ফেলার পর কোন রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন না।
➡️ সব মিলিয়ে আশাকরি আপনি এখানে শেখার একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন।
➡️ এই সাইট থেকে (BD Nursing Academy) যেকোন কোর্স কেনার ক্ষেত্রে ধরে নেয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়েছেন এবং সেগুলোতে রাজী হয়েছেন।
🔄 কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখে।
Terms And Condition
1️⃣ Your account credentials (name, number and password) are solely for your own use. They are not allowed to be shared with anyone else. Your account may be terminated at any time if account credentials are shared with anyone else and you may no longer be able to access course materials from this account.
2️⃣ You cannot watch BD Nursing Academy course videos and take exams on multiple devices at the same time with one account ⚠️
3️⃣ Kindly refrain from saying things like "I bought for someone else" or "I bought using someone else's number". An account is for one person's use only – and technical support for the courses on the account is available only to one person. If you want to buy for someone else, talk to our support in advance or buy using the details of the person you're buying for.
4️⃣ Each course is for a single user account, i.e. for the sole use of the purchaser. My brother/sister/friends/relatives staying in the same house can't use it? Please refrain from asking such questions.
5️⃣ Account resale is not acceptable in any way. Your account will be permanently banned as soon as it is detected that the account has been resold/sold or is trying to sell.
6️⃣ Copying and distribution of any course materials in any form without the prior permission of the authorities is strictly prohibited and punishable by law. Hopefully you won't do anything that could harm everyone as a whole. The instructors have put a lot of effort and time into preparing these course materials.
7️⃣ Refrain from any form of personal attacks, false defamation and violent speech on the course's private forums, group chats, Facebook pages or groups. Any such action may result in termination of your access to the course and in case of repetition your account on the BD Nursing Academy website will be permanently blocked.
8️⃣ Before enrolling in the course, check the Promo Video of the course and what will be taught in the course.
9️⃣ After purchasing a course, it cannot be requested to change that course and change it to another course.
🔟 No refund request can be made after purchasing the course.
➡️ All in all, hopefully you will maintain a fair learning environment here.
➡️ By purchasing any course from this site (BD Nursing Academy) it will be assumed that you have read and agreed to these terms and conditions.
🔄 The Authority reserves the right to update the Terms and Conditions at any time without assigning any reason.
Thank You❤️